প্রশ্ন- ১
সকল শিশুর প্রিয় ভাইয়া
সবজান্তা তুমি,
ছন্দে ছন্দে তোমায় কিছু
প্রশ্ন করব আমি।
বলতে পারো বড় হয়ে
কী হতে চাই আমি?
বলো দেখি হীরা কেন
হয় এতটা দামি?
বলতে পারো আমার বয়স
কত হবে কাল?
মিষ্টি কেন মিষ্টি এত?
মরিচ কেন ঝাল?
কঠিন কঠিন প্রশ্ন দেখে
ভয় পেয়ো না ভাই,
সবজান্তা ভাইয়ার থেকে
জবাব আমার চাই।
মো. রাজিবুল ইসলাম
৮ম শ্রেণি, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল
মান্দা, নওগাঁ।
সবজান্তার উত্তর- ১
অনেক মজার প্রশ্ন পেলাম
ধন্যবাদ, তা পেতেই পারো
মনের মধ্যে জমা যতো
প্রশ্ন পাঠাও আরো আরো।
বড় হয়ে কী হতে চাও?
ঠিক কি আছে তোমার!
আজ হতে চাও কর্তা বাবু
কালকে ইঞ্জিনিয়ার।
কম পাওয়া যায়, চকচকে হয়
তাই তো হীরা দামি
বয়স গুনে লাভ কী, তোমার
চোখের পাওয়ার কমই।
কাঁচা মরিচের রসগোল্লার
স্বাদটা যে ঝাল হয়,
মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম
মোটেও ঝাল নয়।
জবাব পেয়ে লাগছে কেমন?
খুশিতে তা থই!
এবার বলো আমার জন্য
মণ্ডা মিঠাই কই?
প্রশ্ন- ২
আসসালামু আলাইকুম সবজান্তা ভাইয়া। কেমন আছো? আশা করি ভালো আছো। আমার প্রশ্নগুলোর উত্তর দেয়া তো প্রায় অসম্ভব। তারপরও প্রশ্নগুলোর উত্তর যদি জেনে থাকো, তাহলে উত্তর দিও। আমার বাড়ি নাটোরে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার দাওয়াত থাকলো। বলো দেখি-
১. দুটি ইনফিনিটি (∞) সংখ্যার যোগফল কত?
২. আইনস্টাইন এর দাদার বাবার মায়ের ছেলের নাম কী?
৩. মানুষ কেন ভয় পায়?
৪. শিশু বয়সের স্মৃতি সব মনে থাকে না কেন?
৫. এক হাতে তালি কেন বাজে না?
৬. মানুষ পেছনে দেখতে পায় না কেন?
প্রশ্নগুলোর উত্তর জেনে থাকলে জবাব দিও। আর দাওয়াতের কথা ভুলো না। আল্লাহ হাফেজ।
তাহসিন মাহফুজ সা’দ
অষ্টম শ্রেণি, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
সবজান্তার উত্তর- ২
ওয়া আলাইকুমুস সালাম। তোমার দাওয়াতের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তোমাদের কাঁচাগোল্লাগুলোকে আগে তো গোল্লা বানাও! অন্য জেলার মানুষদের আর কত ধোঁকা দিবে?
১. ইনফিনিটি
২. রুপার্ট আইনস্টাইন।
৩. ঘটনাটা মনে রাখার জন্য
৪. সব স্মৃতি বারবার আলোচনায় আসে না বলে সেগুলো স্মৃতির গভীরে ডুবে যায়।
৫. এক হাতে বাজালে সেটাকে বলে চড় বা থাপ্পড়।
৬. মাথা ঘুরালেই তো দেখতে পায়।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।