সবজান্তা । মার্চ’২০২৫

0
12

প্রশ্ন: ১
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেমন আছেন সবজান্তা মহাশয়? আপনি যদি আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে দাওয়াত। এখন দেখি, আপনি দাওয়াত নিতে পারেন কি না।
১. কোন কারণে ঘুম ভালোভাবে হয় না?
২. মানুষের নাম মানুষ কেন?
৩. মানুষ ও গরুর রক্ত একই হলেও তারা ভিন্ন কেন?
৪. পৃথিবী চ্যাপ্টা না হয়ে গোল কেন?
৫. সবজান্তার একটি বদঅভ্যাস বলেন।
৬. পৃথিবীতে সবজান্তা আছে কয়জন?
৭. আপনি সব জানেন কীভাবে?
দাওয়াতের জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং আমার বাসা খুঁজতে হবে।

মো. জাওয়াদ উদ্দীন
নবম শ্রেণি, হাজেরা-তজু স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

সবজান্তার উত্তর: ১
ওয়া আলাইকুমুস সালাম। আমি ভালো আছি। তোমার চিঠি পেয়ে আরো বেশি ভালো লাগছে। দাওয়াত দিতে কিপ্টেমি করছো? ভেবেছ তোমার বাসা আমি চিনি না। দাওয়াত ছাড়াই এসে পড়বো কিন্তু। হুম!
১. দিনে দশ বারো ঘণ্টা ঘুমালে কীভাবে ভালোমতো ঘুম হবে। ঘুমের ব্যাপ্তি কমাও, তাহলে ঘুম ভালো হবে।
২. মন আছে আর ভালো-খারাপের হুঁশ আছে বলেই মানুষ।
৩. ওরে বাবা! তোমার কথা শুনে মনে হচ্ছে টিভি আর ফ্রিজ একই জিনিস। কারণ দুটোই বিদ্যুৎ প্রবাহ দিয়ে চলে।
৪. চ্যাপ্টা হলে এলিয়েনরা মনে করতো মহাশূন্যে এইটা দুই টাকার কয়েন ঘুরতেসে। তখন ওরা টস টস খেললে আমাদের অবস্থা কী হতো।
৫. উত্তর দেয়ার পরেও তোমাদের ভালোবাসার চিঠিগুলো সবজান্তা বারবার করে পড়ে।
৬. তোমার কয়জন দরকার!
৭. তোমরাই তো আমাকে জানাও!

প্রশ্ন: ২
ভালো ভাইয়া জান্তা তুমি
বলো কেমন আছো?
খুঁজতে জবাব তুমি নাকি
মাথার উকুন বাছ্যে?
বলি, মাথায় এতো উকুন
আসলো কেমন করে?
শ্যাম্পু দিয়ে গোসল নাকি
করো না ভাই ডরে?
ঈদের নামাজ পড়তে গিয়ে
ধরো হঠাৎ করে
দুগাল বেয়ে মাথা থেকে
পড়ছে উকুন ঝরে।
লাগবে কেমন তখন বলো
জান্তা ভায়া প্রিয়,
তাই তো বলি, ঈদের দিনে
আমায় দাওয়াত দিয়ো।
আমার পোষা বাঁদরটা সব
করবে উকুন সাবাড়,
বিনিময়ে আমায় দিও
ঈদের মজার খাবার।
জান্তাগিরি রাখো এবার
মান-টা বাঁচাও আগে
নইলে যে ঈদ মাটি হবে
দুঃখ-শোকে, রাগে।

আমিন মাহবুব
ঢাকা সিটি কলেজ, ঢাকা।

সবজান্তার উত্তর: ২
প্রশ্ন তো নয়, উকুন-ছড়া
উকুন তোমার মগজ ভরা
মাথায় উকুন চাষ করো কি?
মান-সম্মান রাখলে বাকি?
এতই উকুন চাষ করেছ,
বাছতে তা বাঁদর পুষেছ।
উকুন মারাই তোমার পেশা?
বাব্বাহ। এ তো আজব নেশা।
সফলতার শীর্ষে যেয়ো,
গিনেস বুকে নাম লিখিয়ো
আর কী আমার বলার আছে!
উকুন থাকুক তোমার কাছে।
উকুন দিয়ে ঈদ রেসিপি
বানিয়ো সেমাই আর জিলিপি
তাতেও যদি পেট না ভরে
ভাত দিয়ে খাও ভর্তা করে।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।