সবজান্তা । জুন’২০২৫

সবজান্তা

0
16

প্রশ্ন- ১

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবজান্তা ভায়া? আমি প্রশ্ন করে আপনাকে হারিয়ে দিতে পারি। দেখবেন নাকি?

১. পাখি কেন আকাশে ওড়ে?
২. গরুর রং কেন গোলাপি হয় না?
৩. নদীতে পানি থাকে কেন?
৪. পানিতে কেন মাছ থাকে? আকাশে থাকলে কী সমস্যা হতো?
৫. আপনি ছোটবেলায় কোন স্কুলে পড়াশোনা করেছেন?
৬. আপনার মাথায় মোট কতগুলো চুল আছে?

মো. শাহরিয়ার মন্ডল মুহিম
সপ্তম শ্রেণি, কে. কে. হাইস্কুল, নওগাঁ।

 

সবজান্তার উত্তর- ১

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নের জবাব দেবো, কিন্তু আগে বলো, প্যারা সন্দেশ পাঠাওনি কেন?
১. খাবারের খোঁজ করার জন্য।
২. গোলাপি রঙ করে নিলেই হয়!
৩. নৌকা চালানোর জন্য।
৪. পানির নিচে থেকেও তো চিলের হাত থেকে রেহাই পায় না। আকাশে থাকলে তো চিল-বাজের উৎসব হতো প্রতিদিন।
৫. ছোটদের স্কুলে।
৬. তোমার মাথায় যতগুলো আছে তার চেয়ে তিন ডজন বেশি।

 

 

প্রশ্ন- ২

সালাম তোমায় দিচ্ছি শোনো
কথা শুরুর আগে,
অস্থির তুমি হয়ো না গো
ভীষণ গিয়ে রেগে।

হাইড্রোজেন আর অক্সিজেনে
কীভাবে হয় পানি?
বয়স হলে চক্ষুজুড়ে
পড়ে কেন ছানি?
সিমের মধ্যে তথ্য এতো
কেমনে বলো থাকে?
প্রশ্ন শুনে তোমার নাকি
আসছে পানি নাকে?

এআই তুমি নও তো নাকি?
হলে ফেলো বলে,
গাড়িতে তেল ভরলে পরে
জোরসে কেন চলে?

আজকে তবে এই পর্যন্তই
কথা হবে আবার,
সবার মতন চাই না দিতে
মিথ্যা আশা, খাবার।

রোহানী সাম্য
দশম শ্রেণি, জামালপুর জিলা স্কুল, জামালপুর।

 

সবজান্তার উত্তর- ২

মিথ্যে আশা কে চেয়েছে, বলো!
জামালপুরের মিল্লি, প্যারা
পাঠিয়ে দিলেই হলো!

ছানার পায়েস কিংবা খাজা
পাঠিয়ে দিতে যদি,
ফুলকুঁড়িরা বলতো- সাম্য
ভীষণ দিল-দরদি!

হাইড্রো-অক্সি ঝগড়া করে
কান্নাকাটি করে
আমরা দেখি বিক্রিয়াতে
অশ্রুরূপে ঝরে।

ছানি হলো চোখের ভুড়ি
বয়স হলে বাড়ে
সিমে আছে মেমোরি চিপ
তথ্য রাখে ভাঁড়ে।

এআই কেন হতে যাবো?
এআই কি সব জানে?
জিগ্যেস করো- কে আমি, আর
থাকিই বা কোনখানে?

পেট ভরলেই দাও যে তুমি ভোঁ-দৌড়
তেলের গাড়ির মিটলে ক্ষুধা
গতিতে পায় সে জোর।

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা