মার্চে আসে ফাগুন। আর ফাগুন মানেই ফুলকুঁড়িদের আনন্দের দিন। কেন জানো? হ্যাঁ, বলছি শোনো। এই ফাগুনেই যাত্রা শুরু হয়েছিলো শিশুদের প্রিয় পত্রিকা মাসিক ফুলকুঁড়ির।
শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি তার বর্ণিল অভিযাত্রার ৪৭ ফাগুন উপলক্ষে দেশব্যাপী ৪৭ ফাগুন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় মাসিক ফুলকুঁড়ি সবচেয়ে জমকালো আয়োজনটি করে গত ১৯ মার্চ, বুধবার। এদিন মাসিক ফুলকুঁড়ির আয়োজনে অনুষ্ঠিত হয় ৪০৩তম সাহিত্য সভা, লেখক-পাঠক মিলনমেলা ও ইফতার অনুষ্ঠানের।
অনুষ্ঠান শুরুর সময় ছিলো বিকেল ৪টা। তবে দুপুর ৩টা থেকেই অনুষ্ঠানস্থল লেখক, পাঠকসহ শিশুদের পদচারণায় মুখরিত হওয়া শুরু করে। অনুষ্ঠানস্থলে ঢুকতেই চোখে পড়ে, ৪৭ ফাগুনের শুভেচ্ছার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে হাবা মোহন।
কী, অবাক হলে? হ্যাঁ, শুধু লেখক কিংবা পাঠক নয়, বরং হাবা মোহনও চলে এসেছিলো মাসিক ফুলকুঁড়ির আমন্ত্রণে।
বিকেল ৪টায় শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসিক ফুলকুঁড়ির নিবিড় পাঠক হাসান মুর্তাজা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক জাকারিয়া হাবিব পাইলট ও প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট অলী ইব্রাহীম। আরও উপস্থিত ছিলেন শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান, নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন, ব্যবস্থাপনা সম্পাদক ও ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম, সহ. সম্পাদক ও ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসিক ফুলকুঁড়ির সহ. সম্পাদক আরিব মাহমুদ।
কুরআন তেলাওয়াত ও সঙ্গীতের পর শুরু হয় সাহিত্য সভার মূল কার্যক্রম। সাহিত্য সভায় উপস্থিত লেখকবৃন্দ তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। লেখাপাঠ শেষে লেখার উপর আলোচনা করেন কবি নাসির হেলাল ও কবি শাওন আসগর।
লেখা আলোচনা শেষে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে অতিথিবৃন্দ মাসিক ফুলকুঁড়ির পথচলাসহ কবি, লেখক-পাঠকদের উদ্দেশ্যে কথা রাখেন। সভাপতির কথার মাধ্যমে শেষ হয় এ পর্ব।
সর্বশেষ পর্বে ছিলো ইফতার। ইফতারের পূর্বে উপস্থিত সকলকে নিয়ে দোয়া পরিচালনা করেন হাসান মুর্তাজা।
পরিশেষে, ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।
অনুষ্ঠানস্থলের বাইরে ছিলো ফটোবুথ। ফটোবুথে শিশুকিশোররা ফটোফ্রেমে ও হাবা মোহনের সঙ্গে ছবি তোলে।
সর্বোপরি, লেখক-পাঠক ও শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণোচ্ছল। ০