আলী ইমাম-এর কবিতা ছুটির চিঠি

0
105

আকাশ কখন বলতে পারে আজ তোমাদের ছুটি
যখন অমল, ধবল মেঘে রোদের লুটোলুটি।

বাতাস তখন কাঁপিয়ে পাতা এলোমেলো বয়
পাখিরা সব ডানা মুড়ে পাতার ফাঁকে রয়।

তাদের বুঝি উড়ে যাবার ইচ্ছে এখন নেই
মেলবে ডানা রিরিঝিরি বইবে বাতাস যেই।
বাতাস এসে করবে তখন তুমুল মাখামাখি
বলতে পারে যাওনা উড়ে গাছের সকল পাখি।

লাল পলাশের মতো বরণ মেঘে রোদের ঢেউ
ভাসবে যখন প্রকৃতিতে দেখতে সেটা যেও।

দূরে যাবার আমন্ত্রণ আসবে রোদের খামে
ছুটির চিঠি আসতে পারে শুধুই তোমার নামে।