
খেলার মাঠে ব্যক্তিগত অর্জনে কৃতজ্ঞতা প্রকাশে ইতোপূর্বে ‘সিজদা’ দিতে দেখা গেছে অনেককে। তবে, ম্যাচ জয়ের পর দলীয়ভাবে ‘সিজদা’র মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ খুব একটা চোখে পড়ে না। তবে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এমন দৃশ্যই দেখা গিয়েছে। আর দেখা যাবে না ই বা কেন? এ তো অহংকারীদের দম্ভ চূর্ণ করে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের নিশান উড়ানো।
বন্ধুরা, বলছিলাম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ নিয়ে। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। এক বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে ওঠে যুবা টাইগাররা। তবে এবার প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে ২০১৯ সালের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিলো যুবা টাইগাররা।
গত ৮ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এ দিন বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুবা টাইগাররা। ৪৯ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ ৬৫ বলে ৪৭ রান। এছাড়া শিহাব জেমস ৬৭ বলে ৪৯ এবং ফরিদ হাসান করেন ৪৯ বলে ৩৯ রান।
১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ বিপাকে পড়তে হয় ভারতকে। বাংলাদেশের পেসারদের তোপে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুশ মাহাত্রী ১ রান, আন্দ্রে সিধার্থ ২০ রান এবং সম্প্রতি ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া মাত্র ১৩ বছর বয়সী আলোচিত ক্রিকেটার বৈভব সূর্যবংশীও মাত্র ৯ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭৩ রানে ৪৩ বলে ২১ রান করে আউট হন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংস পাংগালিয়া ৬, কিরণ চোরমেল ১ ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার।
এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান। ৩৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৫ রানে ৬৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান আমান। এর পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৫ ওভার ২ বলে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। এতেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ক্রিকেটাররা।
ম্যাচ জিতেই ক্রিকেটাররা মাঠের মধ্যে ‘সিজদা’ করেন। অন্যদিকে, ২০২১ সালের পর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি অধরাই থাকল ভারতের কাছে।
একনজরে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪:
আয়োজনকাল : ২৯ নভেম্বর – ০৮ ডিসেম্বর ২০২৪
ব্যবস্থাপক : এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ভেন্যু : সংযুক্ত আরব আমিরাত
খেলার ধরন : ৫০ ওভার
প্রথম টুর্নামেন্ট : ১৯৮৯ সালে অনুষ্ঠিত
সর্বশেষ টুর্নামেন্ট : ২০২৪
পরবর্তী টুর্নামেন্ট : ২০২৫
প্রতিযোগিতার ধরন : রাউন্ড রবিন
বর্তমান চ্যাম্পিয়ন : বাংলাদেশ (২য় শিরোপা)
সর্বাধিক শিরোপা : ভারত (৮টি)
অংশগ্রহণকারী দল : ০৮টি
মোট ম্যাচ : ১৫টি
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : ইকবাল হোসেন ইমন
সর্বোচ্চ রান : শাহজাইব খান (৩৩৬)
সর্বোচ্চ উইকেট : ইকবাল হোসেন ইমন (১৩)। ০