বৃষ্টি
মো. আজিজুল ইসলাম
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
ভিজছি আমরা দিন-দুপুর
পায়ের শব্দে পানি নাচে,
কানের মধ্যে বাজনা বাজে
বন্ধুরা মিলে ভিজতে যাই;
কাদায় পিছলে হোঁচট খাই।
আমায় দেখে, বুড়ো কাকু
শৈশবে যেতে চায়
দিনগুলো চলে গেলে
তা কি আর পাওয়া যায়?
ছোট্ট কুঁড়ির ভাবনা
মুহা. হাবিবুল্লাহ
চিন্তা শত ছোট্ট মনি
ছোট্ট কুঁড়ির মনে,
মন ছুঁয়েছে সপ্ত আকাশ
চাঁদের দেশের কোণে।
পাল তোলা নাও ছুটে চলে
হাওয়ার টানে দূরে
আকাশ-পাতাল রহস্য
ঝঞ্ঝা বনে ঘুরে।
শীতের ছোঁয়া উষ্ণ কেনো
কাঠফাটা রোদ মাঠে?
গল্প কথন অসীম আঁকা
গহীন নদী তটে।
অজানাকে জানার নেশায়
জ্বলছে চোখে তারা,
রূপকথার ওই নায়ক যেন
বিশ্ব মাঝে সাড়া।
কবি নজরুল
সাদিয়া নওরিন সাবা
চোখ দুটো তার ডাগর ডাগর
লম্বা মাথার চুল,
তিনি হলেন সবার প্রিয়
কবি নজরুল।
চুরুলিয়ায় জন্ম তাঁর
বর্ধমান জেলা,
মোদের মাঝে রেখে গেছেন
কবিতার মেলা।
দেশ খুঁজে যাই
মো. রেজাউল করিম আরবি
হেথায় খুঁজে হোথায় খুঁজে হলাম নিরুদ্দেশ,
কোথায় আমার বাস ঠিকানা কোথায় আমার দেশ?
মাঠে খুঁজি, ঘাটে খুঁজি, খুঁজি ফসল ক্ষেতে,
হে ন্য হয়ে খুঁজছি আমি বাদাম খেতে খেতে।
পথ হারিয়ে মাঠ ছাড়িয়ে খুঁজছি নদীর জলে,
মাছের সাথে নিত্য কথা দেশ কি জলের তলে?
মাছ আমাকে বলল হেসে জল যে তাহার দেশ,
ওই বনে এক পাখি থাকে সে জানিবে বেশ।
মাছকে ছেড়ে বনের পথে, গেলাম পাখির কাছে,
কোথায় আমি বাস করি তা তোমার জানা আছে?
পাখির কথায় গেলাম আমি, সাধুজনের কাছে,
পথে শেয়াল বলল আমায়, সাধু ধ্যানে আছে।
সাধুর খেয়াল পেতে দিলাম, একটু নিচু কাশ,
চোখ পাকিয়ে তাকিয়ে আছে, হল সর্বনাশ।
নিচু স্বরে বলি আমি, করবেন আমায় ক্ষমা,
অনেক প্রশ্ন দ্বিধা সংকোচ, রয়েছে মনে জমা।
কোথা থেকে আসছি আমি? কোথায় আমার দেশ?
খুঁজে খুঁজে হয়রান, খোঁজার নাই তো শেষ।
থাম তো আগে, বিশ্রাম নে, করিস না তাড়াহুড়াটা,
কাশি দিয়ে বাজিয়ে দিলি, আমার ধ্যানের বারোটা।
কোথা থেকে আসলি তুই? কোথায় তোর দেশ?
নিজ পরিচয় জানলে কি আর, হতাম রে দরবেশ?
বদলে গেছে
আহমাদ মুত্তাকী
বদলে গেছে সেই পৃথিবী
বদলে গেছে নীতি
বেড়ে গেছে অপরাধ
বেড়েছে দুর্নীতি।
বদলে গেছে আত্মীয়তা
বেড়েছে স্বজনপ্রীতি।
কমেছে খেলাধুলা,
পাল্টে গেছে সব
থেমে গেছে বাগানে
পাখির কলরব।
স্বদেশ গড়বো
শাহাজাদা আহমদ হোসেন
নতুন কিছু শিখবো আমরা
ঘুমালে হবে না যে
করতে হবে কষ্ট
লাগাতে হবে কাজে।
কষ্টটুকু মেনে নাও
এইটুকু শুনে যাও
ফুলকুঁড়ি ক্যাম্প থেকে
মন্ত্রটি নিয়ে যাও
এই ভাবে তুমি ভাই
নিজকে গড়ে নাও