ধ্বংসস্তুপ হলো রাফাহ
অপরাধের সাজায়?
কখন যে হয় হামলা আবার
আতঙ্কে সব গাজায়।
বাতাসে যে গন্ধ ভাসে
পুড়ল মিসাইলে,
সদ্য হওয়া নবজাতক
থাবায় নিল গিলে।
পালক পোড়া গন্ধ মিশে
আছে অক্সিজেনে,
নীড় না ফেরা পাখির স্বজন
অপেক্ষায় দোর টেনে।
ঘুমছাড়া রাত যায় যে কেটে
কালি চোখের তলে,
সুগন্ধী ফুল জীবন দিলো
সুগন্ধের বদলে।
রহম করো, হে রহমান!
ওরা ভয়াল খাদে,
মনটা যে আজ খারাপ ভীষণ
কান্না-আর্তনাদে!