প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই। উত্তাল জুলাই ফিরে এসেছে আবার। দম বন্ধ করা দুঃশাসনের অবসানের পরে একটি বছর কেটে গেছে। নিশ্চয়ই অনেক ভালো কেটেছে সবার। দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ উন্নতি প্রকাশ পাচ্ছে। প্রধান উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি ড. মুহাম্মদ ইউনূস এর মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকে। যিনি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন প্রতিনিয়ত। আমরা এখন একটা স্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছি। একটা সুন্দর বাংলাদেশ হয়তো গড়তে পারবো সবার আন্তরিক সহযোগিতায়। আধিপত্যবাদের বিরুদ্ধে তোমরা বিশেষ করে তরুণ সমাজ যেহেতু সোচ্চার, তাই আমরা এরকম একটা সুন্দর স্বপ্ন দেখতে পারছি।
আন্দোলন এবং সংগ্রামে যেভাবে তোমরা নেতৃত্ব দিয়েছো জ্ঞানে এবং বিজ্ঞানেও সেভাবে এগিয়ে যেতে হবে, কেননা বিশ্বে এখন প্রযুক্তি আর জ্ঞানের লড়াই চলছে। সম্প্রতি ইসরাইল এবং আমেরিকার ইরান আক্রমণের মধ্য দিয়ে আমরা প্রযুক্তির এই উৎকর্ষতা লক্ষ করেছি। ইরানও প্রযুক্তিতে বেশ এগিয়ে গিয়েছে বলে এই যুদ্ধে বেশ ভালো ভূমিকা রাখতে পেরেছে। আমরা যুদ্ধ চাই না, কেননা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী এবং শিশুরা। আমরা শান্তি চাই, আর চাই মধ্যপ্রাচ্যের মুসলিম শক্তিগুলোর ঐক্য।
জুলাই অভ্যূত্থানের বর্ষপূর্তিতে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে দেখতে আজকের চিঠি এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।