সবার কথা সবাই বলুক আমার কথা আমি
আমার তোমার সবার কাছে বিজয় অনেক দামি।
বিজয় মানেই আনন্দময় অন্যরকম সুখ
এক বিজয়ে লুকিয়ে আছে হাজার যুগের মুখ!
তিতুমীরের কথাই ধরো, যেমন ছিলেন তিনি
বাঁশের লাঠির সাহস আজও শোনায় রিনিঝিনি!
শাহজালালের পাগড়ি আজও মুক্ত হাওয়ায় ওড়ে
খিড়কি দিয়ে পালায় রাজা বখতিয়ারের তোড়ে!
খান জাহানের গল্প দেখো বুক ভরে যায় সুখে
শা’মাখদুমের সাহস ডাকে জীবন অভিমুখে।
দুদু কিংবা শরীয়তের লড়াই ঘেঁটে দেখো
তেমন করে একাত্তরের সাহস বুকে রেখো।
আগুনঝরা দৃষ্টি ছিলো মুক্তি সেনার চোখে
জীবন দিতে থাকলে রাজি কে আর তাকে রোখে।
আবু সাঈদ দুই দিকে তার ছড়িয়ে দিলো হাত
তার সাহসে কাটলো দেখো স্বৈরাচারী রাত!
কালো পিচের রাস্তাগুলো লাল হয়েছে খুনে
খুন মাড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দিলো বুনে।
স্বপ্ন থেকে সৃষ্টি হলো সম্ভাবনার দ্বার
ভবিষ্যতের জন্যে শুরু নতুন অভিসার।
পানি পানি বলে যেমন মুগ্ধ দিলো প্রাণ
এই পৃথিবী শুঁকলো তাহার দুঃসাহসী ঘ্রাণ!
জীবন বাজি রেখে যারা সত্য পথের হয়
মহাকালের বুকে থাকে তাদের পরিচয়।
বিজয় মানে মুক্ত জীবন বিজয় নতুন দিন
বিজয় মানে কেউ রবে না নিঃস্ব স্বপ্নহীন।
কেউ রবে না অনাহারী অর্ধাহারী আর
সব মানুষের জন্য হবে সমান অধিকার!
বিজয় বিজয় মহান বিজয় নতুন দিনের রেশ
বিজয় সুখে হাসবে আমার প্রিয় বাংলাদেশ!
বিজয় বাংলাদেশ
জাকির আবু জাফর