আমরা এখন বাংলাদেশের নতুন পাখি
দুঃসাহসে স্বাধীনতার স্বপ্ন মাখি।
সবার সাথে ভালোবাসার বুকটি মিলাই
সত্য এবং সম্ভাবনার স্বপ্ন বিলাই।
কারো কথায় কান দেবো না, দিচ্ছি না আর
সমাজ থেকে মুছবো খারাপ, সব অনাচার!
বীরত্বময় কাজে হবো শবল দেহি
দেশ বিরোধী কাজের সাথে আপস নেহি!
বুকের ভেতর মাটির সুবাস রাখবো ভরে
হৃদয় খুলে হাসবো সবাই নতুন করে।
দুঃখ ঠেলে সুখের দুয়ার খুলতে পারি
কেউ হবে না জালিম কিংবা অত্যাচারী!
গুলির মুখে বুক পাতানোর সাহস থেকে
জনপদের ঘুমন্তদের তুলবো ডেকে।
বলবো এবার একসাথে গাও সুখের গীতি
সকল সময় মান্য করো সত্য নীতি।
মুক্ত স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন রাখো
শান্তি প্রিয় বাংলাদেশের গন্ধ মাখো।
মধ্যরাতে জাগলো যেমন দ্রোহের মিছিল
অবাক হলো তামাম ধরা বিশ্ব নিখিল।
তেমন করে সংগ্রামীদের সঙ্গে থাকো
ভবিষ্যতের বিপ্লবীদের ডাকো ডাকো।
বন্ধ করো পরস্পরের রেষারেষি
বুক ফুলিয়ে বলো আমরা বাংলাদেশি!