‘ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির ৪০৫তম সাহিত্য সভা। গত ২১ জুন, শনিবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় সাহিত্য সভাটি। মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় ও মাসিক ফুলকুঁড়ির সম্পাদক বিশিষ্ট শিশুসাহিত্যিক আহমদ মতিউর রহমানের সভাপতিত্বে সাহিত্য সভায় লেখা আলোচনা করেন কবি মুর্শিদ-উল-আলম এবং কবি হাসনা হেনা।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় লেখাপাঠ পর্ব। লেখাপাঠ পর্বে স্বরচিত লেখা পাঠ করেন কবি জালাল খান ইউসুফী, শাহজাহান মোহাম্মদ, মুনীরুল ইসলাম, মিযানুর রহমান জামিল, মো. শিমুল মোড়ল, সোহানুর রহমান, সাইফুদ্দীন মাসুম, মুহা. হাবিবুল্লাহ, মোস্তাকিম, মিহফাজ উদ্দিন, আরমান খান ছামির, ইয়াছিন আরাফাত, তারতিল আহম্মদ তালহা, ফুয়াদ হাসান, ইয়াছিন ওমর, মোজাম্মেল হক, মাসুম রেজা, মো. নাঈম সরকার, মাসিক ফুলকুঁড়ির বিপনন বিভাগের প্রধান মো. মোজাম্মেল হক, মাসিক ফুলকুঁড়ির সার্কুলেশন পরিচালক মো. মাহবুব সরকার এবং ইমরান জাবির। লেখা পাঠের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন মিহফাজ উদ্দিন এবং সাইফুদ্দীন মাসুম।
শিশুকিশোরদের প্রাণোচ্ছল পরিবেশনায় সাহিত্য সভাটি ছিলো উপভোগ্য।