শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা গত ২২ নভেম্বর ২০২৪ তারিখ, শুক্রবার বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে সাহিত্য সভায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিশুকিশোররা তাদের স্বরচিত লেখা নিয়ে উপস্থিত হয়। বিকেল ৩.৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোর ও আমন্ত্রিত অতিথিদের স্বরচিত লেখাপাঠ, লেখা পর্যালোচনা এবং সবশেষে অতিথিদের কথার মাধ্যমে শেষ হয়।
মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব, বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান, নির্বাহী সম্পাদক ছড়াকার নাঈম আল ইসলাম মাহিন, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক আবরারুল হক, বিশিষ্ট কথাসাহিত্যিক নাসিমুল বারীসহ অসংখ্য গুণীজন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক, মাসিক ফুলকুঁড়ির উপদেষ্টা জয়নুল আবেদীন আজাদ।
অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। কুরআন তেলাওয়াত করেন হাফিজুল ইসলাম রাফি। সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী মোজাম্মেলুল হক এবং মাইসুন বিল্লাহ। এরপর স্বাগত কথা নিয়ে আসেন মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক এবং ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। এরপর শুরু হয় স্বরচিত লেখাপাঠ। লেখা পাঠ করেন আবুল খায়ের নাঈমুদ্দীন, হাসনাহেনা চৌধুরী, মাহফুজুর রহমান, শেখ বিপ্লব হোসেন, আব্দুল্লাহ আল মাসুম, আবুল আলা, মুজাহিদ, রেজাউল করিম, রবিউল মাশরাফী, আবু সালেহ মুনির আহমদ, মামুন সারওয়ার, মো. তাসনিম ইসলাম, সাজিদ পাটওয়ারী, আদিব আহনাফ, আফনান সাদিক, আব্দুল্লাহ আল মামুন, মুর্শিদ-উল-আলম, হাছনাত, সাইফুল ইসলাম মমিন, নবীন সাদিক, ওয়াজকুরুনী সিদ্দিকী, মো. আমির হোসেন, নাঈম আহমেদ মিজান, মো. ইমরান হায়দার, আহাম্মদ ত্বকী তাহমিদ, ইসরাত জাহান, রোখসানা ফেরদৌসী, মোজাম্মেল হক, মো. বরতুল ইসলাম, সরদার আব্বাস উদ্দিন, আজাদি আবাবিল সায়মা, শাহজাহান মোহাম্মদ, আব্দুর রাজ্জাক, লায়লা সাবিকুন নাহার, সিরাজুম সারওয়ার, জাহিদুল হাসান, ফাহিমা আক্তার, সুরজিতা বিশ্বাস লগ্ন, দিলীপ বর্মণ, শাহিন সালমান, রাফিউদ্দিন, শিমু বুলবুল, রোহান আহম্মেদ, তাহসীন হাসান, আব্দুল্লাহ আল হাসীব, শাফায়েত হোসাইন, তারতিল আহম্মদ তালহা, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল গালিব, আব্দুল্লাহ আল গালিব, ডা. মমতাজ, রাফিউল ইসলাম, ত্বোহা আব্দুল্লাহ, মাহমুদ আল মুহিত, ফাইয়াজ তাওহীদ, আব্দুর রহমান শুরাইম, সিফাত, সালমান ফারসী, তাজদীদ, আবুজার, আব্দুল্লাহ আল আরমান, মালিহা, সাজিদুল ইসলাম, আহনাফ তাহমীদ, জারীর বিন জুলফিকার, মো. নুরুল হক, রিহান, ইয়াছিন ওমর, তাওহীদুল ইসলাম, নেয়ামুল ইসলাম, আবু হুরাইরা মোবাশ্বির, আবু সায়েম, আবুল কালাম, জামিরুল ইসলাম, নুরুজ্জামান, সাহারা আনোয়ার, রবিউল খন্দকার, তাহসীন খন্দকার, নাইমুর রহমান, জাবির আব্দুল্লাহ, মো. লিয়াকত আলী, আরিফ বখতিয়ার, হুসাইন দিলাওয়ার, নাহিদ রুম্মান, আফসার নিজাম, সাব্বির আহমেদ, শাহ মোহাম্মদ আরিফ, রাজ, সম্রাট, জাবির এবং ইমরান হোসেন সেলিম।
সভায় প্রধান অতিথি তার কথায় বলেন, ‘মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে এই ধরণের শিশু সাহিত্য এখন আর চলবে না। শিশু সাহিত্য এমন হবে, তার মধ্যে ম্যাচিউরিটি থাকবে, তার মধ্যে ম্যাসেজ থাকবে, বক্তব্য থাকবে এবং তার মধ্যে একটি আহবান থাকবে যেটি শিশুকে তাড়িত করবে, তাকে পরিচালিত করবে কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে।’
সভাপতির কথায় জয়নুল আবেদীন আজাদ মাসিক ফুলকুঁড়ি ও সাহিত্য সভার ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে লেখা পর্যালোচনা করেন মাসিক ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন।
পরিশেষে মসিক ফুলকুঁড়ির ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামের কথার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত, ২৪মে ১৯৮১ সালে মাসিক ফুলকুঁড়ির প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৩বছরের ধারাবাহিকতায় গত ২২নভেম্বর ৪০০তম সাহিত্য সভার মাইলফলকে পদার্পণ করে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি। ০