কোরবানি নয় গোশত খাওয়া,
ভক্তি ও ত্যাগ মূল,
আল্লাহ তায়ালার মানতে আদেশ
হও সবে মশগুল।
ত্যাগের মাঝেই যায় যে পাওয়া,
তাঁরই আসল পথ,
মনীষীদের জীবন থেকে
পাই পড়ে সেই মত।
কোরবানি নয় লোক দেখানো,
হৃদয় করো জয়,
ইবরাহিমের ত্যাগের কথা
মানবে তো নিশ্চয়!
নিজের হাতে পুত্রকে তাঁর
দেন তিনি কোরবান
সেই ত্যাগেরই বার্তা পেলেন
পুত্র মহীয়ান।
সেই আদেশে বিনা দ্বিধায়
শামিল ইসমাঈল,
লক্ষ্যে অটল বাপ ও ছেলে
সরেননি এক তিল।
এমন করে খোদার আদেশ
মানতে পারে কে?
সফল যারা, তাওহিদেরই
পথ দেখিয়েছে।
যুগে যুগে থাকেন তাঁরা
লক্ষ্যে অবিচল
ত্যাগ-মহিমার ছায়ায় ডাকেন
মানুষ অনর্গল।