ঈদ

আবুল হোসেন আজাদ

0
26

আযানের সুরে ভোর হয়ে যায়
পাখিরা উঠলো গেয়ে,
খুশির বারতা নিয়ে এলো ঈদ
একটি বছর যেয়ে।

কাল সন্ধ্যায় উঠেছিলো চাঁদ
সিঁদুরে মেঘের কোলে,
রমজান শেষে এই প্রিয় চাঁদ
আনন্দে মন দোলে।

কেউ নয় আজ কারো থেকে পর
আমরা যে ভাই ভাই,
ছোট বড় আর ধনী গরীবের
কোনোই তফাত নাই।

ঈদ মানে খুশি ঈদুল ফিতরে
অহমিকা যত ভুলে,
নয় অবহেলা সবাই আপন
মনের দুয়ার খুলে।