
ফলের বাহার
মো. রাজিবুল ইসলাম
ফল খাবো বেশি বেশি,
থাকবো সবাই হাসি-খুশি।
এই স্লোগানেই মুখরিত
হবে পুরো বিশ্ববাসী।
আনারস তো রসে ভরা
রস ভর্তি আম,
আঙুর বরই টক যে ভীষণ
মিষ্টি বড়ই জাম।
আপেল যে খুব সুস্বাদু ফল,
কমলাটা রসালো।
নিয়ম মেনে ফল খেলে ভাই
শরীর থাকে ভালো।
মধু মাসে
টি.এম আহমাদুল ইসলাম ত্বহা
আম পাকে কাঁঠাল পাকে
পাকে নানান ফল,
জাম পাকে জামরুল পাকে
তরমুজে হয় জল।
আনারসের মধুর রসে
ভরে ওঠে প্রাণ,
মধুমাসে ছড়িয়ে পড়ে
মিষ্টি ফলের ঘ্রাণ।

ছবি দেখে ছড়া লিখে পাঠিয়ে দাও আগামী ৫ জুন-এর মধ্যে। সাথে তোমার নাম, ঠিকানা, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বরসহ যে সংখ্যার ছবি দেখে ছড়া লিখেছো, সে মাসের নাম পাঠাতে ভুলবে না কিন্তু।
আরও যাদের লেখা ভালো হয়েছে-
মো. নাজিবুর জামান লাবিব, রংপুর; আবদুর রহমান সিদ্দিকি, সাতক্ষীরা; মো. সাদাফ সিদ্দিকী ফারহান, সাফওয়ান সাকী, রাজশাহী; মাসুমা সুলতানা হাসনাহেনা, সাতক্ষীরা; মো. মেহেদী হাসান, ভোলা।