ভালোবাসার কলি

নাবিউল হাসান

0
107

 

 

 

 

 

 

 

‘আল মাহমুদ’ হৃদয় জুড়ে

ভালোবাসার কলি

বখতিয়ারের ঘোড়ার পায়ে

মিথ্যাকে যায় দলি

স্বপ্ন গাঁথা দেশকে ভালোবেসে

কবির জীবন কাটলো হেসে হেসে।

মাতৃভাষার আন্দোলনে

সক্রিয়তার বলে

পানকৌড়ির রক্তে যেন

দ্রোহের আগুন জ্বলে

মানবতার হৃদয় ছুঁয়ে কবি

আনলে দেশে স্বাধীনতার রবি।

নদীর ভেতর আরেক নদী

বিলের ভেতর বিল

প্রিয় কবির দেশটা যেন

জিব্রাইলের দিল

তোমার চোখে হরিণ মায়ার জাল

দেশের বুকে নীল-সবুজ আর লাল।

গ্রাম শহরের বন-বাদারে

ছড়িয়ে সোনা সোনা

পাখির কাছে ফুলের কাছে

তোমার আনাগোনা

কিশোর কিশোর দুরন্ত মন

ভালোবাসার গোলক

আল মাহমুদ হারিয়ে যাওয়া

আমার মায়ের নোলক।