অতিথি পাখি

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

0
43

দূর দেশ সাইবেরিয়া অতিথি পাখির দেশ,
শীত ঋতুতে ঠা-া পড়ে কঠিন পরিবেশ।
জীবন বাঁচার লড়াই করে শুভ্র ফুলে ফুলে,
বাংলাদেশে পাড়ি জমায় নদীর কূলে কূলে।

কী অপরূপ থরে থরে অতিথি পাখি এলো,
নদীর কূলে পাখির মেলায় সবই ভরে গেলো।
চললো গুলি উড়লো খুলি পাখি হলো শেষ,
দুখে হৃদয় মনটা কাঁদে কেমন আমার দেশ?

কী অপরাধ ওই পাখিদের নিধন কেন করো,
শীতের ভয়ে এই দেশে সব হয়েছিল জড়ো।
ঋতুর শেষে নিজের দেশে ফিরতে ওদের দাও,
পাখ-পাখালি সবার তরে মুহাব্বত বিলাও।