শব্দ বানাও । জুন ২০২৫

0
20

এপ্রিল ২০২৫ সংখ্যার সমাধান

এপ্রিল’২৫ সংখ্যার ‘শব্দ বানাও’-তে পুরস্কার বিজয়ী যারা :

প্রথম স্থান- মো সাদ কবির ইরাম
সপ্তম শ্রেণি, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ।
দ্বিতীয় স্থান- নাহইয়ান রশীদ
তৃতীয় শ্রেণি, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
তৃতীয় স্থান- তাহমিদা তাবাসসুম
অষ্টম শ্রেণি, পশ্চিম দামোদর পুর দাখিল মাদ্রাসা, গাইবান্ধা।

আরও যাদের শব্দ বানাও সঠিক হয়েছে :
ইরফা জান্নাত, রাজশাহী; সাবিহা তাবাসুম, আবদুর রহমান সিদ্দিকি, সাতক্ষীরা; আবরার জামিল আয়াত, চট্টগ্রাম; আবরার ইউসুফ লাবিব, গাইবান্ধা;

 

এ সংখ্যার শব্দ বানাও

শব্দ সংকেত-
পাশাপাশি : ১.দৃষ্টান্ত, ৫. প্রশংসা, ৬. উত্তর, ৮. কলধ্বনি।
উপর-নিচ : ২.মৃত্যুর বিপরীত, ৩. নিশান, ৪. একটি জেলার নাম, ৭. চোখের পাতা।

 

সমাধান করে উত্তর পাঠাও নিচের ফরম্যাটে

সমাধানটি মেইল করো মাসিক ফুলকুঁড়ির মেইলে- monthlyphulkuri@gmail.com