ইউরেকা!

আবরার নাফি

0
99

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বার্ষিক পরীক্ষা শেষ করে বেশ আরাম করে শীতে পিঠে পায়েস খাচ্ছো আর সাথে ডিসেম্বর মাসের ফুলকুঁড়ি পত্রিকা পড়ছো। তোমাদের আশেপাশে যারা একটু সুবিধাবঞ্চিত পিঠে খাওয়ার সময় তাদের কথা ভুলো না যেন। তাদের অনেকেরই শীতের পর্যাপ্ত কাপড় নেই। তোমার অতিরিক্ত গরম কাপড় থেকে কিছু দিয়ে তাদের কষ্ট একটু কমাতে পারো।

আচ্ছা এবার আমাদের মূল বিষয়ে আসা যাক। তোমরা নিশ্চয়ই নদীতে লঞ্চ চলতে দেখছো। কিংবা সমুদ্রে জাহাজ চলতে। মাথায় কখনো চিন্তা এসেছে কিভাবে এই লোহার তৈরি জাহাজ-লঞ্চ পানিতে ভাসে? কিন্তু লোহার পেরেক বা কয়েন পানিতে ছেড়ে দিলে টুপ করে ডুবে যায়।

এর উত্তর দিয়েছিলেন প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিস। তার এই সূত্র আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। এর আবিষ্কার নিয়েও মজার গল্প প্রচলিত আছে। তার সূত্র বলবো তার আগে একটা গøাসে কিছু পানি নাও। এবার তোমার একটা আঙুল পানিতে ডুবাও। কি দেখলে যে পানির উচ্চতা কিছু বৃদ্ধি পায়। এবার দুটো আঙুল পানিতে ডুবাও। পানির উচ্চতা দ্বিগুণ বেড়েছে তাই তো। যদি পুরো হাত ডুবিয়ে দাও তাহলে পানি হয়তো গøাস থেকে উপচে পড়বে। এর মানে হচ্ছে তোমার আঙুলের এর জন্য পানি জায়গা ছেড়ে দিচ্ছে। বলা হয়ে থাকে আর্কিমিডিস বাথটাবে গোসল করার সময় এমনটা খেয়াল করেন। তখনই তার মাথা এই সূত্র আসে। আর ইউরেকা! বলে বেরিয়ে যান। গল্পের বাকি অংশ আর না বলি!
এবার তোমরা যারা সাঁতার পারো খেয়াল করেছো কি পানিতে যে কোনো জিনিস হালকা মনে হয়। যে কোনো ভারী জিনিস সহজে নাড়ানো যায়। একারণে পানি ঐ বস্তুকে উপরের দিকে বল দেয়। একারণে বস্তুর ওজন পানিতে কম মনে হয়। আর আর্কিমিডিস বলেন এই বলের পরিমাণ ঐ বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান। মানে একটা লোহার বল পানিতে ডুবালে কতটুকু ওজন হালকা মনে হবে অর্থাৎ কী পরিমাণ ওজন হারাবে তা আমরা বলতে পারি ঐ লোহার বলের সমান আয়তনের একটা পানির বলের ওজনের সমান। যেহেতু নিরেট লোহার বলের ঘনত্ব পানির চেয়ে অনেক বেশি তাই এই অল্প পরিমাণ উর্ধ্বমুখী বল লোহার বক্সে ভাসিয়ে রাখতে পারে না। কিন্তু জাহাজকে এমন আকৃতি দেয়া হয় যাতে একে যখন পানিতে নামানো হয় তখন এই জাহাজ যে পরিমাণ পানি অপসারণ করে তার জাহাজের সম্পূর্ণ ওজনের চেয়ে বেশি হয়। তাই জাহাজ পানিতে ভেসে থাকে। জাহাজের আকৃতির কারণে এমনটা হয়ে থাকে। মানে জাহাজের যে অংশ পানির নিচে থাকে তার দ্বারা যে পরিমাণ পানি অপসারিত হয় তা জাহাজের সম্পূর্ণ জাহাজের ওজনের চেয়ে বেশি। আর্কিমিডিসের সূত্র সম্পর্কে তোমারা বড় ক্লাসে আরো ভালো ভাবে জানতে পারবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।