অনুশীলন মার্চ’২৫ সংখ্যার উত্তর:
১. পঞ্চম।
২. নবম।
৩. ৭৯০টি।
৪. ১৮৫০ সালে।
৫. ম্যাগনাস কার্লসেন।
৬. আমস্টারডাম।
৭. ভ্যানগগ।
৮. ইন্দোনেশিয়া।
৯. ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে।
১০. গ্রাখটেন।
মার্চ’২৫ সংখ্যার ‘অনুশীলন’-এ পুরস্কার বিজয়ী যারা :
প্রথম স্থান- তাহমিদ হোসেন জারিফ
চতুর্থ শ্রেণি, লিটল এনজেলস স্কুল, আজিমপুর ।
দ্বিতীয় স্থান- আবরার বিন বেলাল
চতুর্থ শ্রেণি, চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।
তৃতীয় স্থান- ইয়াকুব হাসান ইয়াসির
সপ্তম শ্রেণি, প্রাইম স্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ ।
আরও যাদের অনুশীলন সঠিক হয়েছে :
জান্নাতুল ফিরদাউস মারিয়া, সাতক্ষীরা; সাফওয়াত উল্লাহ, চট্টগ্রাম; মাহফুজুর রহমান জিসান, মুহাইমিনুল আবরার মাহিম, জারিফ আহমাদ, চট্টগ্রাম; মো: রাজিবুল ইসলাম, নওগাঁ;
অনুশীলন মে’২৫ সংখ্যার প্রশ্ন :
১. হামাস কত সালে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে?
২. লিচু চোর কার লেখা?
৩. নাজি সালিম হুসাইন আল আলীর গ্রামের নাম কী?
৪. হানজালার বয়স সবসময় কত ছিলো?
৫. কত বছর বয়সে গ্রোথ প্লেট জোড়া লাগে?
৬. বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস কবে?
৭. ২০০৮ সালের Atrium Cup Tournament এ চ্যাম্পিয়ন হন কে?
৮. UFC তে হাবিব কতটি ম্যাচ খেলেছিলেন?
৯. ২০১৫ সালের বিশ^কাপে প্রথম সেঞ্চুরিয়ান কে?
১০. কাজী নজরুল ইসলাম জন্ম কত সালে?
সমাধান করে উত্তর পাঠাও নিচের ফরম্যাটে
সমাধানটি মেইল করো মাসিক ফুলকুঁড়ির মেইলে- monthlyphulkuri@gmail.com