একটি জুলাই এসেছিলো বাংলাদেশে

জাকির আবু জাফর

0
22

সামনে বাড়ো, বললো নতুন স্বপ্ন এসে
একটি জুলাই এসেছিলো বাংলাদেশে।
সেই জুলাইয়ে তোমরা যারা বিপ্লবী বীর
যেমন ছিলো গর্জে ওঠা বীর তিতুমীর।

সেই জুলাইয়ের গল্প-গাঁথা শুনতে কি চাও?
বাংলাদেশের হৃদয় থেকে হাত পেতে নাও।
দেশের বুকে বুক লাগিয়ে বুঝতে পারো
স্বপ্ন তোমার দীর্ঘ করো, আরো আরো।

আবু সাঈদ, নামটি মনে পড়ছে নাকি?
বুকের ভেতর বুলেট নিলো, জানো তা কি!
মুগ্ধ যখন ‘লাগবে পানি’ বললো হেসে
সেই হাসিটা ছড়িয়ে গেল বাংলাদেশে।

বিপ্লবীদের রক্তে থাকে বারুদ শিখা
সেই শিখাতে স্বাধীনতার নামটি লিখা।
তোমরা যারা স্বাধীন থাকার ইচ্ছে রাখো
মুক্ত মনে দুঃসাহসের গন্ধ মাখো।

সেই জুলাইয়ে শহিদ যারা, তাদের জানো
একটুও কাজ করবে না কেউ লোক দেখানো।
লোকের কথায় কী আসে যায়, বুঝবে এটি
সকল কাজে গ্রহণ করো সত্য যেটি।

সত্য ছাড়া নেই জীবনের মুক্তি কোনো
আলোর পথে নতুন দিনের স্বপ্ন বোনো।
নিজকে নিজে স্বচ্ছ রাখো নিজের কাছে
দেখবে তখন তোমার কেমন শক্তি আছে!

ন্যায়ের পথে তুমিও এক বিপ্লবী হও
অসহায়ের পক্ষে তুমি কও কথা কও।
দুঃখীজনের জন্যে বিছাও মায়াবী জাল
তোমার জন্য অপেক্ষমাণ এই মহাকাল।

বিপ্লবীদের গল্পগুলো বলবে হেসে
একটি জুলাই এসেছিলো বাংলাদেশে।