জুলাইয়ের ফুলগুলি

মনসুর আজিজ

0
68

জুলাইয়ের ফুলগুলি আকাশের তারা
জ্বলে ওঠে আলোকিত হয়ে যায় পাড়া
রক্তের ফোঁটাগুলি বারুদের কণা
ভীরু মনে সাহসের ফুঁসে ওঠে ফণা।

জুলাইয়ের হাতগুলি নুম মারছুস
বিভোরে ঘুমায় যারা ফিরে পায় হুঁশ
এক থেকে অনেকের শক্তি বিশাল
জালিমের তুলে নেয় শোষণের ছাল।

জুলাইয়ের চোখগুলি জ্যোতির পিদিম
জ্বলে-পুড়ে ছারখার রাক্ষসী হিম
উড়ে উড়ে দূরে যায় জালিমের দল
জুলাইয়ের বেড়ে যায় তাই মনোবল।

আমরা সবাই মিলে জুলাই কিশোর
আনবো সুদিন এক, উজ্জ্বল ভোর।