তিতাস পাড়ের ছেলে

নাসিরুদ্দীন তুসী

0
154

গল্প-ছড়ায় আর কবিতায় শব্দ নিয়ে খেলে
কল্পলোকে দেয় যে উড়াল ছন্দপাখা মেলে
‘ফুলের কাছে পাখির কাছে’
তার ছড়ানো স্বপ্ন আছে
সবার তিনি প্রিয় কবি, তিতাস পাড়ের ছেলে!
দেশ-ভাষাকে ভালোবেসে
খুঁজলো ‘নোলক’ বীরের বেশে
কবিকে তাই শ্রদ্ধা জানাই হৃদয় প্রদীপ জ্বেলে
ভালোবাসার ভাষা দিয়ে ‘কালের কলস’ ঢেলে
তার কবিতায় আশার বাতি
তাকে দিলো যশ ও খ্যাতি
ছন্দোমনের ‘গন্ধবণিক’; তিতাস পাড়ের ছেলে।