হাতটা বাড়াও গলটা বাড়াও, বাড়াও মনের টান
মান অভিমান ঝেড়ে ফেলে গাও যে সাম্যের গান।
কাঁধে কাঁধে কাঁধটা মিলাও, মিলাও দীলে দীল,
ভুলগুলো সব যাও ভুলে যাও রেখো না এক তিল।
হিংসা বিদ্বেষ দাও মুছে দাও মনটা করো সাফ
শত্রুদেরও মিত্র বানাও দাও করে দাও মাফ,
খোশ জোয়ারে দাও উপচে দাও ঈদগাহেরই মাঠ
নাও বুঝে নাও ঈদ জামাতের মেল বন্ধনের পাঠ।
ঈদের জামাত শেষ হলে যাও, নাও যে সবার খোঁজ
মিলে মিশে থাকবে সবে রোজের পরে রোজ।
এই সমাজে ভাইয়ের মতো করবে বসবাস,
সুখ পরশে থাকবে মিলে সারা বারোমাস।
বলো সবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ
খুশির বানে সিক্ত করো সব মানুষের হৃদ।
ঈদের চাঁদে যাক নিয়ে যাক অসম সব দুখ,
মনের কোণে ভেসে উঠুক অবারিত সুখ।