মধুমাসে ফলের বাহার
ডালে থোকা লিচু
আমের ভারে ডালপালা সব
হাঁটু সমান নিচু।
লেবু ডালিম ছড়াছড়ি
পুরোটা মাস জুড়ে
নেচে গেয়ে পাখির দল
পেয়ারা খায় কুরে।
মাসুমা সুলতানা হাসনাহেনা
মধুমাসে ফলের বাহার
ডালে থোকা লিচু
আমের ভারে ডালপালা সব
হাঁটু সমান নিচু।
লেবু ডালিম ছড়াছড়ি
পুরোটা মাস জুড়ে
নেচে গেয়ে পাখির দল
পেয়ারা খায় কুরে।