তোমরা বলো নতুন বছর নতুন করে
বৈশাখে তার নতুন আলো পড়ছে ঝরে।
দিন তো সবই নতুন এবং নতুন সময়
রাতের শেষে ভোর দেখো কী আনন্দময়।
বৈশাখে ঝড় বৃষ্টি বাদল তুফান শুরু
প্রচ-তায় হৃদয় কাঁপে দুরুদুরু।
মেঘের হৃদয় ছড়িয়ে পড়ে ঝড়ের সাথে
ঝড়ের থাবা দিন দুপুর ও মধ্যরাতে।
হঠাৎ ভাঙে গরিব দুখীর ঘরের চালা
ঘুড়ির মতো ওড়ায় ওদের ভাতের থালা।
ভয়ের চোটে থরথরানো অভাবী মন
আচম্বিতে ঝড়ের মাতম যখন তখন।
বাবুই পাখির বাসা ভাঙে দমকা হাওয়া
বজ্রপাত ও বিজলি ভয়ে চমকে যাওয়া।
নিঃস্ব মনের দুঃখী চোখে অশ্রু ঝরে
তোমরা বলো নতুন বছর নতুন করে।
রাতের শেষে ভোরগুলো সব নতুন আসে
সময় সবই নতুন করে নতুন হাসে।
যে পুরোনো সে হয়ে যায় অতীত স্মৃতি
পুরোনো আর নতুন মিলেই জীবন প্রীতি।
তোমরা যখন নতুন দিনের স্বপ্ন বোনো
কালের দেহে কান লাগিয়ে গল্প শোনো।
জীবন নিজেই মস্ত বড় গল্প গাথা
স্বপ্ন এঁকে দাও ভরিয়ে জীবন খাতা।
নতুন ভোরে নতুন দিনের বাজছে সানাই
নতুন বছর, শুভেচ্ছা ও সালাম জানাই।