ফুলকুঁড়িদের আসর

0
147

গাঁয়ের ঈদ
জুবায়ের দুখু

সবার মুখে চাঁদের হাঁসি
ঈদের দিনে ঝোলে
কোলাকুলি সবাই করে
শত্রুতা সব ভুলে।
খোকন সোনা নতুন জামা
গায়ে দিয়ে হাটে
নামাজ পড়তে যাবে সে আজ
বাবার সঙ্গে মাঠে।
খুকু-মণি দুহাতে নেয়
মেহেদী রাঙিয়ে
মায়ের পাশে বসে বসে
রান্না ঘরে গিয়ে।
সেমাই পোলাও রান্না করে
খোকা খুকির মায়ে
ঈদের দিনে খুশির জোয়ার
বয় ধবলপুর গাঁয়ে।

ঈদের খুশি
তকিউল হাসান মোর্শেদ

ঈদ তো এলো তাদের জন্য
ঠেলছ যারে পায়ে,
তোমার জন্য ঈদ আসেনি
খোদার এ আলয়ে।
নিচ্ছ জুতো নিচ্ছ জামা
নিচ্ছ কত কিছু,
একটি শিশু খাবার খেতে
ঘুরছে তোমার পিছু।
সেই শিশুটির এসব নেবার
হয়তো আছে মন,
ঠিক মতো সে পায় না খেতে
নেই যে আপনজন।
একলা তুমি করবে যে ঈদ
হয়না তো তা কভু,
এই জীবনের সকল কাজের
জবাব নেবেন প্রভু।
ঈদের খুশি ভাগ করে নাও
ধনী গরীব মিলে,
ঈদ তো আসল আসবে তখন
তোমার মন ও দিলে।
শিক্ষার্থী, পটিয়া সরকারি কলেজ
কক্সবাজার