সকালের পাখি রিপলু চৌধুরী জানুয়ারি ১, ২০২০ 0 96 সূর্যি মামা ওঠার সাথে সকাল বেলার পাখি, রবির আলো দেখে দেখে উঠলো ডাকি ডাকি। পাখির কণ্ঠ শুনে খোকা ঘুম ভেঙে ওঠে, চেয়ে দেখে বাড়ির পাশে ভোরের কুসুম ফোটে, ফুলের সুবাসে মনে মের্খে সকাল বেলার পাখি, শুভ সকাল জানিয়ে আমায় করলো ডাকা ডাকি। সিলেট