দূর্বা ঘাসে শিশির হাসে
শীতের সকাল বেলা
মিঠে রোদ পরশ বুলায়
আলো ছায়ার খেলা।
উঠানে বসে জটলা করে
শীতের পোশাক পরে
গরম গরম ভাপা পিঠা
খায় আয়েশ করে।
টইটম্বুর রসের হাড়ি
পেড়ে আনে বাড়ি
খোকা খুকি ক্ষণে ক্ষণে
স্বাদ নেয় তারই।
শীতের সকাল
শাহাদাত হোসেন বাবু