নতুন ভোরের স্বপ্ন দেখি অমানিশা রাতে
তাইতো আকাশ রঙিন হলো শুভ ইশারাতে,
পুবের হাওয়ায় আলোর রেণু সাথে আবাহন
নদীর ঢেউয়ে সফেদ ফেনা নতুন জাগরণ।
এমন সকাল প্রিয় সকাল প্রজাপতিরঙে
নতুন দিনের গল্পগাথা সুনিপুণ ঢঙে,
সমাজ গড়ার এ অভিযান সবার চাওয়া
ফুলকুঁড়িদের এ আয়োজন পরম পাওয়া।
স্বাধীন দেশের কিশোর মনে দীপ্ত শপথ
জীবন গড়ার মূলমন্ত্রে কাটবে বিপথ,
এমন আলোর সুরলহরি সবার ঘরে
বিশ্ব এবার উঠবে হেসে রঙিন ভোরে।