কবিতা

0
306

মুস্তফা মানিক
বড় হবার ইচ্ছে যদি

বড় হবার ইচ্ছে যদি
থাকে তোমার মনে,
মিথ্যা কথা বলবে না আর
কভু কারো সনে।

অবহেলা-অলসতায়
রাখবে না কাজ বাকি,
রুটিনমাফিক পড়বে পড়া
দেবে না আর ফাঁকি।

বড় হবার লক্ষ্যে মনে
রাখবে মনোবল,
রাতের পরে আসবে আলো
পাবে মধুর ফল।

ছোট-বড় সকল কাজে
হবে নিষ্ঠাবান,
জীবন তোমার ফুলের মতো
ছড়াবে সুঘ্রাণ।

প্রজীৎ ঘোষ
এই বিছানার ওম

রোজ সকালে তুমি আমায়
ঘুম ভাঙিয়ে দাও;
হুকুম সুরে বলো আমায়
‘ইশকুলেতে যাও।’

মাগো! তুমি বোঝো নাকো
এই বিছানার ওম;
তোমার আদর থেকে ওমা
অনেক অনেক কম।

ইশকুলেতে যাবো আমি
করবো পড়ালেখা;
এসব তো মা তোমার থেকেই
আমার প্রথম শেখা ।

আমি যদি সাফল্য পাই
ভরবে তোমার বুক;
আমায় নিয়ে গর্বে তোমার
উজ্জ্বল হবে মুখ।

জিল্লুর রহমান পাটোয়ারী
নতুন বই

ছন্দ মুখে গন্ধ শুঁকে,
নতুন বইয়ের ঘ্রাণ –
খোকা খুকি ইশকুলে যায়,
আনন্দে গায় গান।
গন্ধ শুঁকে নতুন বইয়ের,
পড়বে মন ভরে –
খোকা খুকি ইশকুলে যায়,
নতুন বই পড়ে।
নতুন বইয়ের নতুন পড়া,
ওদের লাগে ভালো
খোকা খুকির কী আনন্দ,
জ্বালাবে জ্ঞানের আলো।

আহমাদ সোলায়মান
কিশোর কিশোর মন

মন বসে না কোন কাজে
কেমন কেমন লাগে
উদাস উদাস ভাবনাগুলো
দেয়নি দেখা আগে।

ইচ্ছে করে পাখির সাথে
আপন ডানায় উড়ি
নীল আকাশের মাঝে যেমন
নাটাই ছাড়া ঘুড়ি।

মন বসে না পড়ার মাঝে
মন বসে না খেলায়
মন ছুটে যায় নদীর ধারে
সকাল, সন্ধ্যাবেলায়।

রাত্রি হলে ঘুম আসে না
আকাশ পানে চেয়ে
জোনাক পোকার সঙ্গে যেন
মন ওঠে গান গেয়ে।

কিশোর কিশোর মনটা আমার
ভাবে কতো কিছু
জোছনা ভরা রাত্রিতে মন
ছোটে চাঁদের পিছু।