উষ্ণতার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সেই সাথে বাড়ছে তীব্র অস্বস্তি। দিনের বেলায় বাইরে পা রাখলেই যেন ঝলসে যায় চোখমুখ। এই গরমে যেমন অস্বস্তি, তেমনই প্রতিনিয়ত গুরুতর অসুস্থ হয়ে পড়ছে মহিলা, শিশু ও বৃদ্ধসহ অনেকেই। এতে করে ডায়রিয়া, বমি, হজমের গোলমাল তো লেগেই আছে। তীব্র তাপপ্রবাহের কারণে ঝুঁকিও বাড়ছে আরো বেশ কিছু অসুখের। এমতাবস্থায় শরীরকে সুস্থ রাখতে আমরা পানি আর শরবত খেয়ে নিজেকে তৃপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকাল। এ শরবত নিয়েই অঙ্কের খেলা আজ। ধরা যাক, অর্ধেক পানিতে পূর্ণ একটা গ্লাস এবং ঠিক একই রকম আরেকটা গ্লাস অর্ধেক শরবতে পূর্ণ। দ্বিতীয় গ্লাস থেকে এক চামচ শরবত প্রথম গ্লাসে ঢেলে ভালোভাবে নেড়ে দেই। এরপর প্রথম গ্লাস থেকে এক চামচ তরল দ্বিতীয় গ্লাসে যোগ করা যাক। এখন তোমার বের করতে হবে দ্বিতীয় গ্লাস থেকে শরবতের মোট পরিমাণ কি প্রথম গ্লাস থেকে সরানো পানির পরিমাণের চেয়ে বেশি না কম?
এবার তুমি অনুমান করতে পারো যে অর্ধেক গ্লাস তরল n-গুণ এক চামচ যা একক পরিমাপ হিসেবে নেয়া হয়, এখন n-এর পরিপ্রেক্ষিতে ওই গ্লাস থেকে হারিয়ে যাওয়া পানি এবং শরবতের পরিমাপ নির্ধারণ করো এবং ফলাফলের তুলনা করো। কিন্তু, এছাড়া আরো অনেক সহজ যুক্তি আছে চলো সেগুলোয় একটু নজর দেই।
বন্ধুরা, উত্তরের সঠিক দুটি রাশি বা তরল পরস্পরের সমান। কারণ, উভয় গ্লাসে তরল স্থানান্তরের আগে ঠিক অর্ধেক পূর্ণ ছিল এবং স্থানান্তরের পরে পুনরায় গ্লাস দুটি অর্ধেক পূর্ণ-ই থেকে যায়। তাহলে উভয় গ্লাস থেকে যতটুকু তরল হারিয়েছে এর বিপরীতে তা অবশ্যই অন্য গ্লাসে চলে গেছে। সুতরাং, দুটি স্থানান্তরের পরে পানির গ্লাসে শরবত দ্বারা দখলকৃত আয়তন অবশ্যই শরবতের গ্লাসে পানি দ্বারা দখলকৃত আয়তনের সমান হবে। এতে ডুবে থাকা চামচটি কত বড় বা ছোট তার হিসাব এক্কেবারেই অমূলক। অতএব এ দুটি স্থানান্তরের ঘটনার পরে, তুমি আগের মতো আরো দু’বার স্থানান্তর করে নিতে পারো বা প্রকৃতপক্ষে যেকোনো জোড়া স্থানান্তর করে দেখতে পারো, তাহলে দেখবে চামচের ব্যবহারের কোনো-ই প্রয়োজন হবে না তোমার। তুমি এক গ্লাসকে অন্যটির উপরে কাত করে ধরে রেখে অন্যটিতে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং তারপরে দ্বিতীয় গ্লাস থেকে প্রথমটিতে অনুরূপভাবে যেকোনো পরিমাণ তরল ঢেলে দিতে পারো এবং যতক্ষণ চাও এই মিশ্রণ প্রক্রিয়া চালিয়ে যেতে পারো। তবে, গুরুত্বপূর্ণ শর্ত হলো শেষ পর্যন্ত তোমাকে অবশ্যই প্রতিটি গ্লাস ঠিক অর্ধেক পূর্ণ করে ছেড়ে দিতে হবে। তারপর সমাধানের জন্য যেমনটা বলা হয়েছে, শরবতের গ্লাস থেকে হারিয়ে যাওয়া শরবতের নির্দিষ্ট পরিমাণ পানির গ্লাসে এবং পানির গ্লাসের হারানো পানির পরিমাণ তার বিপরীত গ্লাসেই পাওয়া যাবে।
এ মাত্রাতিরিক্ত গরমে নানা ধরনের অসুস্থতা থেকে সুস্থ থাকা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। তবে সুস্থ তো থাকতেই হবে তাই না। সেজন্য যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে হবে সাথে অধিক পরিমাণে শরবত কিংবা বিশুদ্ধ পানি পানের তো কোনোই বিকল্প নেই। ০