ভোরবেলাতে একটি পাখি
কিচির মিচির ডাকে,
ছোট্ট দিদি সেই ছবিটা
স্বপ্ন দিয়ে আঁকে।
এঁকেছে এক বিশাল নদী
নদীর পাড়ে ঘর,
ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে ভিজে
বাড়ির পাশের চর।
কৃষক মাঠে করছে কাজ
রাখাল বাজায় বাঁশি,
মাঠে মাঠে সোনার ধান
চাষির মুখে হাসি,
তাইতো আমি এই দেশকে
বড্ড ভালোবাসি।
অষ্টম শ্রেণি
হাশেমিয়া মাদরাসা, কক্সবাজার