শাওয়ালের এক

আলফাজ শাহরিয়ার

0
36

আকাশের কুসুম প্রস্ফুটিত আজ,
রোজা শেষ ঈদ আজ।
অপেক্ষা করি এক মাস ধরে,
রোজা রাখি তাই সবরে।

এসেছে কল্যাণকর খুশির দিন,
পুলকমাখা হাসি খুশি আনন্দ আমোদিত অন্তহীন।
দিতে মোবারকবাদ হয় না প্রমাদ, রাত্রি পোহায় ভোর,
রমজান শেষ শাওয়ালের এক, অনবদ্য প্রভাত ভাঙ্গে ঘোর
সকাল সকাল স্নান করি, পাঞ্জাবি, আতর সুরমা মাখি,
সেমাই,মিষ্টি, মিঠা মুখ করি, মায়ের দোয়া সঙ্গে রাখি।
সালাত শেষে হাস্য মুখে ভাইদের সাথে কোলাকুলি,
দলবল নিয়ে ঘোরাঘুরি কষ্ট, ক্লান্তি, ক্লেশ ভুলি।
ঈদ সালাম করি খাইদাই আর মজা করি,
মজার মাত্রা পাল্টে যায় যদি হয় দাদি বা নানিবাড়ি।