মজার খেলা । জুলাই ২০২৫

মু. তৌহিদুল ইসলাম

0
29

নড়লেই ধরবো

পর্ব- ১০০
খেলার ধরন : একক
উপকরণ : একটি চোখ বাঁধার কাপড়/রুমাল

বন্ধুরা, আজকের খেলার নাম ‘নড়লেই ধরবো’! এটা খুবই মজার একটি খেলা, আর খেলতে খেলতে বোঝাও যাবে না সময় কখন চলে গেল! খেলার জন্য দরকার হবে ৫-১০ জন সদস্য এবং একটি বড় কক্ষ বা মাঠ যেখানে সহজে চলাফেরা করা যায়।
প্রথমে একজন সদস্যের চোখ কাপড় বা রুমাল দিয়ে ভালোভাবে বাঁধা হবে (ধরি- তার নাম চোখবন্ধু)। এরপর বাকি সদস্যরা তার চারপাশে নীরবে দাঁড়াবে। চোখবন্ধুটি সবার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। খেলার নিয়ম হচ্ছে- চোখবন্ধু অন্যদের খোঁজার চেষ্টা করবে এবং কারো দিক থেকে শব্দ বা নড়াচড়া টের পেলে সে সেই দিকে হাত বাড়িয়ে ধরতে পারবে। তবে চোখবন্ধু দৌড়াতে পারবে না, কেবল ধীরে ধীরে হাঁটবে।
মজার ব্যাপার হলো- বাকি সদস্যরা তার চারপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কেউ জোরে দৌড়াবে না বা উচ্চ শব্দ করবে না। তবে মাঝে মাঝে পরিচালকের নির্দেশে কেউ কেউ সামান্য শব্দ (যেমন- হাসি, কাশি, তালি ইত্যাদি) করতে পারবে, তখন চোখবন্ধু অনুমান করে ধরার চেষ্টা করবে কে সেখানে দাঁড়িয়ে আছে। যদি এর মধ্যে চোখবন্ধু কাউকে ধরে ফেলে এবং তা যদি সঠিক হয় তাহলে সে পরবর্তী চোখবন্ধু হবে। ভুল হলে খেলা চলতে থাকবে যতক্ষণ না কেউ ধরা পড়ে।
খেয়াল রাখতে হবে কেউ যেনো আঘাত না পায় আর অনেকক্ষণ কেউ ধরা না পড়লে পরিচালকের সংকেতে খেলার পর্ব পরিবর্তন করা যাবে।
এই খেলাটি শিশুদের মনোযোগ, শব্দ-অনুভব ক্ষমতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে। ০