প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম। হোম কোয়ারেন্টাইনে লকডাউনে বাসায় থেকে কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। খুব তো অপেক্ষা করতে কবে স্কুল ছুটি হবে কবে মজা করবো। এখন তো ছুটি আর ছুটি। তাতে কেমন লাগছে তোমাদের? উপভোগ করছো তো? নাকি একঘেয়ে লাগছে ঘরে থেকে থেকে?
তোমাদের মধ্যে যারা খুব বেশি দুরন্ত, বাইরে বাইরে না ঘুরলে পেটের ভাত হজম হয় না তাদের জন্য অবশ্য একটু মুশকিল হয়ে গেছে। কি আর করা। পরিস্থিতি যেভাবে ভয়াবহ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে তাতে শুধু একটু মজা করার জন্য বাইরে বের হয়ে বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। বাসার বড়দের কোনো না কোনো প্রয়োজনে বের হতে হয়। সুতরাং যাদের বের না হলেও চলে তাদের ঘরে থাকাই উচিত।
ঘরে থেকে সময়টাকে কিভাবে আনন্দময় করা যায় সেই বিষয়টা নিয়েও নিশ্চয়ই ভেবেছো এতদিনে। কেউ কেউ নিজেকে তৈরি করছো ক্লাসের পড়া এগিয়ে রেখে। কেউবা বইপত্রের দিকে ঝুঁঁকে পড়েছো। নানা ধরনের গল্প-উপন্যাসে মজে গেছো। কেউবা মজার মজার এবং শিক্ষনীয় মুভি দেখে সময় পার করছো। বাবা মা এবং ভাই বোনদের সাথে সম্পর্কটাও নিশ্চয়ই একটা নতুন সংজ্ঞায় আনতে পেরেছো। বুঝতে পেরেছো কার সান্নিধ্য তোমাকে বেশি আনন্দ দেয়। সর্বোপরি মহামারী এসে আমাদের পূর্বের জীবনকে এলোমেলো করে দিয়ে নতুন একটা জীবনের ধারণা দিয়ে যাচ্ছে, আমরা সেই ধারণায় নিজেদেরকে অভ্যস্ত করছি।
ছাপা এবং বিতরণ জনিত জটিলতার কারণে তোমাদের প্রিয় পত্রিকাও অনলাইনে প্রকাশ হচ্ছে। আমাদের এবারের সংখ্যা কিন্তু ‘ঈদ ফিতর সংখ্যা’। ঈদটা যেমন সাদামাটাভাবে এসেছে আমাদের পত্রিকাটাও তেমনি বের হচ্ছে অনাড়ম্বর চেহারায়। দিনগুলো আবার স্বাভাবিক হবে। পত্রিকার পাতায় হেসে উঠবে ঝলমলে রোদ সে দিনের প্রতিক্ষায় তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের চিঠি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
– সম্পাদক ভাইয়া