সদ্যফোটা হাঁসের ছানাগুলো, মায়ের সাথে সাথে থেকে শিখছে অনেক কিছু। খাবার খাওয়া থেকে শুরু করে পুকুরে সাঁতার কাটাÑ সব কিছুই করে থাকে মায়ের সাথে। যত দিন পর্যন্ত ওরা স্বাবলম্বী না হবে, ততদিন ওরা এভাবেই থাকবে। তাই মা হাঁসছানাদের বলেছে, বিপদে পড়লে বিচলিত না হয়ে, হতে হবে কৌশলী। কোনো-না-কোনো সমাধান আসবেই। তাদের চারপাশে অনেক দিন থেকে বেড়েছে বেজির উৎপাত। ওরা হাঁস বা ছানা বাগে পেলেই কামড়ে ঝোপে টেনে নিয়ে যেতে চায় ।
ঠিক এমনভাবেই একদিন একটা ছানা হয়ে গেল দলছুট। আর যা ঘটার ঠিক তাই ঘটল! সুযোগের অপেক্ষায় থাকা বেজি ধরল ছানাটিকে। কী করবে? কী করবে? ভেবে, ছানা শুরু করল চিৎকার। আর তার চিৎকার শুনে পাশ থেকে ছুটে এলো পলি। পলি হলো এ পাড়ারই এক কুকুরের নাম। যে অনেক দিন যাবৎ বাস করছে এখানে। আর এখানকার মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে পলি। সেই পলি আসাতেই ভয়ে পালাল বেজি।
সুরক্ষিতভাবেই এ যাত্রায় বেঁচে গেল ছানাহাঁস। যদিও একটু আতঙ্কিত ছিল, তবুও স্বস্তির নিশ্বাস নিয়ে বলে উঠল, মা তো ঠিকই বলেছিলÑ বিপদ যেমন আসবে, তেমনই বিচলিত না হয়ে সঠিক উপায় অবলম্বন করলে সমাধানও মিলবে। এভাবেই ছানাহাঁস আবারো ফিরে গেল মায়ের কোলে।
পলি ও হাঁসের ছানা
অনিক মাযহার