সবাই বৃত্তাকারে দাঁড়াবে। একজনকে বৃত্তের মাঝে দাঁড় করাতে হবে এবং তার পেছনে এক খ- কাগজ সেফটিপিন দিয়ে এঁটে দিতে হবে। কাগজে বিভিন্ন ফুল, পশু, পাখি বা খাদ্যদ্রব্যের নাম লেখা যেতে পারে। প্রতি কাগজে একটি মাত্র বিষয়ের নাম লেখা থাকবে। যার পেছনে কাগজ লাগানো থাকবে সে হলো প্রশ্নকারী আর অন্যরা উত্তরদাতা। প্রশ্নকারী জানবে না তার পেছনের কাগজে কী লেখা আছে। প্রশ্নকারী অনুমানের ওপর ভিত্তি করে কাগজে লেখা নামটির প্রকৃতি, গুনাগুণ বা স্বভাব চরিত্রের ওপর প্রশ্ন করবে আর অন্যরা শুধুমাত্র হ্যাঁ বা না বলবে। প্রশ্নকারী সকলের সামনে এক চক্কর ঘুরে যাবে যাতে সকলে দেখতে পায় তার পেছনে কী লেখা আছে। অতঃপর প্রশ্নকারী প্রশ্ন করে জানবে সে কে?
মনে করি তার পেছনে লেখা ‘চকলেট’ কিন্তু তা সে জানে না, এখন অনুমানের ওপর ভিত্তি করে যেকোনো প্রশ্নের মাধ্যমে মূল নামটি বের করার চেষ্টা করবে। যদি সে প্রথম প্রশ্ন করে ‘আমি কি উড়তে পারি?’ সকলে বলবে ‘না’। আবার প্রশ্ন করবে ‘আমাকে কি খাওয়া যায়?’ সকলে বলবে ‘হ্যাঁ’। তাহলে সে বুঝে নিলো যে, সে খাদ্যদ্রব্য শ্রেণিতে আছে। এবার সে প্রশ্ন করে জানবে এটা কোন্ খাবার, কী তার নাম? তা সে গুনাগুণের ওপর প্রশ্ন করে বের করবে। অত্যন্ত বুদ্ধিমত্তার খেলা, প্রশ্নকারীর উপস্থিত বুদ্ধির ওপর নির্ভর করবে খেলার গুরুত্ব, আনন্দ বা মজা। প্রশ্ন ১০, ১৫ বা ২০টি নির্দিষ্ট করে দিলে ভালো তা হলে অন্যরাও খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।
কে আমি?
মু. তৌহিদুল ইসলাম