জীবনের মানে

আরাফাত শাহীন

0
38

নদীর স্রোতের মতোন
বয়ে যায় রক্তের ধারা
শত বুক খালি হয়ে যায়
শত বোন হয় ভাই-হারা।

ঘরে ঘরে কান্নার রোল
দিকে দিকে শুধু আহাজারি
সন্তান লাশ হয়ে এলে
বাবার বোঝাটা কত ভারি!

ছোট ছোট নিষ্পাপ শিশু
বুলেটের আঘাতে শহিদ
বাবা-মা কেঁদে কেঁদে সারা
চোখ থেকে হারিয়েছে নিদ।

কত ভাই হারিয়েছে পা
কত ক্ষতি কেউ কি তা জানে!
জুলাইয়ের গণজাগরণ
শিখিয়েছে জীবনের মানে।