
পাড়ায় পাড়ায় খোকা-খুকি ছড়ায় হাসি গান
ঈদ এসেছে মন মেতেছে খুশির কলতান।
পাখির ঠোঁটে বাঁশি বাজে ফুলের বুকে ঘ্রাণ
ঈদে জাগে একসাথে আজ গরিব ধনীর প্রাণ।
উৎসবে তাই উতল হলো সবুজ ছায়ার মাঠ
বন্ধ হলো রুটিন ফুটিন একঘেয়ে সব পাঠ।
দলবেঁধে সব নামছে পথে নেই বড়দের মানা
ঈদ মানে তো দুষ্টুমি মাফ এইটা সবার জানা।
বরং আছে বাড়তি আদর আর সালামির নোট
সেসব পেয়ে তাই তো উজল খোকা-খুকির ঠোঁট।
ঈদের মতো সারাবছর থাকলে এমন মিলে
থাকবে খুশি ভালোবাসা সবার দিলে দিলে।



