ঠাণ্ডা বরফ

মু. তৌহিদুল ইসলাম

0
40

উপকরণ : একটি টেনিস বল।
শিশুরা গোল হয়ে বসবে। খেলার পরিচালক এবার একটি ছোট বল হাতে নিয়ে বলবে, মনে করো এটা একটা ঠা-া বরফের টুকরা এবং যখন আমি ‘ঠাণ্ডা বরফ ঠাণ্ডা বরফ’ বলতে শুরু করব তখন একজন আরেকজনকে বলটি এমনভাবে দ্রুত দিতে থাকবে যেন বরফটি সত্যি খুব ঠাণ্ডা। পরিচালক চোখ বন্ধ করে সবার পেছন দিক দিয়ে চতুর্দিকে হাঁটতে থাকবে। যখন থেমে যাবে তখন বলটি যার হাতে থাকবে সে খেলা থেকে সরে গিয়ে পাশে দাঁড়াবে।
খেলা শুরুর পর হাঁটা থামিয়ে দেখবে বলটি কার হাতে আছে। যার কাছে বল সে খেলা থেকে সরে গিয়ে লাইনে দাঁড়িয়ে হাততালি দেবে। এভাবে খেলতে খেলতে শেষে যে থাকবে সে বিজয়ী হবে।
উল্লেখ্য, যার হাতে বল থাকবে সে ঠাণ্ডা বরফ হাতে থাকলে সে অনুভূতি হয় সে রকম করে দেখাতে হবে। আর বলটি হাত থেকে পরে গেলে দ্রুত তুলে নিতে হবে। মাঝে মাঝে পরিচালকের জায়গায় যারা শেষ হয়েছে তাদের মধ্য থেকেও কাউকে দেয়া যেতে পারে।